Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

সমাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর  মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শূরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতররটিই আজ সমাজসেবা অধিদফতরের উন্নীত হয়েছে।

পরবর্তীকত সমাজসেবা কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ও বিস্তৃতির কারণে  ১৯৭৮ সালে সরকারের একটি স্থায়ী জাতিগঠনমূলক বিভাগ হিসেবে উন্নীত হয়ে ১৯৮৪ সালে সমাজসেবা অধিদফতর হিসেবে স্বীকৃতি লাভ করে।  উপজেলায় পর্যায়ে পল্লী সমাজসেবা ( RSS ) কার্যক্রমের আওতায় বোচাগঞ্জ উপজেলায় ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে  সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গরিব জনগোষ্ঠী উপকৃত  হয়েছে। দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম: সমাজের দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণের লক্ষে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। আশ্রয়ন কার্যক্রম: সমাজের ভূমিহীন, ছিন্নমূল জনগোষ্ঠীর বাসস্থান নিশ্চিতকরণসহ আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদফতরের মাধ্যমে  আশ্রয়ন প্রকল্প বাস্তবায়িত হয়ে আসছে।  এ উপজেলায় মুরারীপুর মুক্তিযোদ্ধা আশ্রয়নে গরিব মুক্তিযোদ্ধা পরিবারকে  ক্ষুদ্র ঋণ প্রদান করায় উপকৃত হয়েছে।  সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বোচাগঞ্জ উপজেলার দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র,এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজরে অসগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে কেন্দ্রীয় ই-সেবা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫(ঘ) অনুচেছেদের আলোকে দেশের বিভিন্ন অনগ্রসর শ্রেণির জন্য সাংবিধানিক অঙ্গীকার পূরনৈর লক্ষ্যে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে এ অধিদফতর পথিকৃৎ হিসেবে স্বীকৃত। বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বীরমুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রাকৃতিক  দূর্যোগ ঝুঁকি মোকাবেলা কর্মসূচি ইত্যাদি প্রবর্তনের ক্ষেত্রে এ অধিদফতরের ভূমিকা দেশ বিদেশসহ ব্যাপকভাবে সমাদৃত।

বিভিন্ন কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক ও টেকসই মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্বের আওতায় আনয়নের জন্য  ১৯৬০ সালে The Probation of offenders ordinance, ১৯৬১ সালে Registration and Control ordinance, ২০১৩ সালে শিশু আইন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০০৬ সালে কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইনসহ উল্লেখযোগ্য সংখ্যক আইন ও নীতিমালার আলোকে উপজেলা পর্যায়ে সমাজসেবার কর্মসূচিতে নতুন গতি ও প্রাণের সঞ্চার হয়েছে।

(ক) সামাজিক নিরাপত্তা কর্মসূচি:

ক্র:নং

কর্মসূচির বিবরণ

নিয়মিত

ভাতাভোগীর

সংখ্যা

২০২০-২১ অর্থবছরে অতিরিক্ত

মোট

মাসিক

ভাতার হার

মন্তব্য

 

১।

মুক্তিযোদ্ধা সম্মানীভাতা

১১৮

-

১১৮

১২০০০

নভেম্বর,২০২০ পর্যন্ত  বিতরণ

২।

বয়স্ক ভাতা

৫৫২৯

-

৫৫২৯

৫০০/-

সেপ্টেম্বর,২০২০ পর্যন্ত  বিতরণ

৩।

বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাভাতা

৩০৫২

-

৩০৫২

৫০০/-

সেপ্টেম্বর,২০২০ পর্যন্ত  বিতরণ

৪।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

১৮১৬

-

১৮১৬

৭৫০/-

সেপ্টেম্বর,২০২০ পর্যন্ত  বিতরণ

৫।

অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা

৬৬

-

৬৬

৫০০/-

জুন,২০২০ পর্যন্ত  বিতরণ

৬।

অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি

১৫

-

১৫

স্তর ভিত্তিক

জুন,২০২০ পর্যন্ত  বিতরণ

৭।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

১৭৪

-

১৭৪

স্তর ভিত্তিক

জুন,২০২০ পর্যন্ত  বিতরণ

অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি:

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি:

প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেণী পর্যন্ত)০৫ জন  মাসিক ৭৫০/- টাকা হারে

প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেণী পর্যন্ত)১২৪ জন  মাসিক ৭৫০/- টাকা হারে

মাধ্যমিক  স্তর (৬ম-১০ম শ্রেণী পর্যন্ত) ০৫ জন মাসিক ৮০০/-টাকা হারে

মাধ্যমিক  স্তর (৬ম-১০ম শ্রেণী পর্যন্ত) ৩৬ জন মাসিক ৮০০/-টাকা হারে

উচ্চ মাধ্যমিক  স্তর (একাদশ-দ্বাদশ) ০৩ জন ৯০০/-টাকা হারে

উচ্চ মাধ্যমিক  স্তর (একাদশ-দ্বাদশ) ১০ জন ৯০০/-টাকা হারে

উচ্চতর স্তর (স্নাতক/স্নাতকোত্তর) ০২ জন ১৩০০/-টাকা হারে

উচ্চতর স্তর (স্নাতক/স্নাতকোত্তর) ০৫ জন ১৩০০/-টাকা হারে

৮। রোগী কল্যাণ সমিতি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোচাগঞ্জ  উপজেলা  হাসপাতালে ভর্তিকৃত  গরিব ও দুঃস্থ অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা বাবদ রোগী কল্যাণ সমিতির মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরে  ১০০ জন গরিব ও দুঃস্থ অসহায় রোগীকে ১১৭৩৪৩/- টাকা প্রদান করা হয়েছে।

৯। স্বেচ্ছাসেবী  নিবন্ধন সংস্থা ও এককালীন অনুদান প্রদান: সমাজসেবা অধিদফতরাধীন জেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বোচাগঞ্জ উপজেলায় ৬৯ টি নিবন্ধীত স্বেচ্ছাসেবী  প্রতিষ্ঠান হয়েছে এবং ২০১৯-২০২০ অর্থ বছরে  ৩টি সংস্থাকে অনুদান প্রদান করা হয়েছে। নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ সরকারি অনুদান ও নিজস্ব তহবিলের মাধ্যমে স্থানীয়ভাবে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে জাতীয় উন্নয়নে বিভিন্ন অগ্রণী ভূমিকা পালন করছে।

১০। বেসরকারী ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা: সমাজসেবা অধিদফতরাধীন জেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বোচাগঞ্জ উপজেলায় ০৮ টি নিবন্ধীত বেসরকারী ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা হয়েছে এবং বিগত অর্থ বছরে ৮টি এতিমখানায়  জন এতিম নিবাসীকে ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হচ্ছে।

১১। ক্যান্সার কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের এককালীন অনুদান প্রদান: সমাজসেবা অধিদফতরাধীন জেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বোচাগঞ্জ উপজেলায় বিগত ২০১৭-২০১৮অর্থ বছরে ১১ জন রোগীকে এককালীন ৫০০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে মোট ৫,৫০,০০০/-(পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়েছে।

১২।  প্রতিবন্ধী সনাক্তকরন জরিপ সংক্রান্তঃ  বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ পৌরসভাসহ ০৬টি ইউনিয়নে বসবাসরত প্রতিবন্ধীদের চিহ্নিত করার লক্ষ্যে  ১৯৭৯ জন প্রতিবন্ধী জরিপ করা হয়েছে । ডাক্তার কর্র্তক মোট ১৯২০ জনকে বিভিন্ন ধরণের প্রতিবন্ধী সনাক্ত হয়েছে এবং অনলাইন সম্পন্ন করে ১৯২০ জনকে সুবর্ণ নাগরিরক পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

১৩।  প্রতিবন্ধী সাহায্য সংক্রান্তঃ  বোচাগঞ্জ উপজেলায় জাতীয় ওআন্তর্জাতিক প্জরতিবন্নধী দিবস উপলক্ষে ২০ জন  প্রতিবন্ধীকে ২০টি হ্ইুলচেয়ার প্রদান করা হয়েছে।

১৪।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের (G2P): সেতাবগঞ্জ পৌরসভাসহ ০৬টি ইউনিয়নের সকল ভাতাভোগীদের ভাতা বিতরণ কার্যক্রম সহজীকরণ করার লক্ষ্যে বোচাগঞ্জ উপজেলায় ৯৭২৫ জন ভাতাভোগীর ডাটা এন্ট্রি সম্পন্ন করা হয়েছে ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বোচাগঞ্জ উপজেলায় বাস্তবায়িত উন্নয়ন, কল্যাণ ও সেবামূলক কর্মসূচি সমূহের সারসংক্ষেপ এক নজরে তুলে ধরা হলো:

১। পল্লী সমাজসেবা কার্যক্রম(আরএসএস): পল্লী এলাকায় বসবাসরত দারিদ্র পীড়িত,অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণ করাই এ কর্মসূচির মূখ্য উদ্দেশ্য। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি প্রথম শুরু হয় এবং বর্তমানে বাংলাদেশের সকল উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচির আওতায় বোচাগঞ্জ উপজেলায় ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২৩৬৪টি পরিবারকে ৭৮,৯৭,৪৫৭/-(আটাত্তর লক্ষ সাতানব্বই হাজার চারশত সাতান্ন) টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৯৪৫৮ জন গরিব জনগোষ্ঠী উপকৃত  হয়েছে। মোট আদায় ৫১,৪৪,৮২৫/-টাকা ও আদায়ের হার ৮৯% এবং পুনঃবিনিয়োগ ১,৩৪,৯৯,৪৩১/-টাকা; আদায় ১,১৫,৮৩,০৯৯/-টাকা ও আদায়ের হার ৮২%।

২। দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম: সমাজের দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণের লক্ষে ৫% সার্ভিস চার্জে ২৬৯ জনকে ১৬,০৯,৩৩৭/-( ষোল লক্ষ নয় হাজার তিনশত সাইত্রিশ) টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। এর ফলে পরিবার ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। মোট আদায় ৫,২৫,৮৮২/-টাকা ও আদায়ের হার ৪৪% এবং পুনঃবিনিয়োগ ৬,৯৫,০০০/-টাকা; মোট আদায় ৩,৬০,১৯২/- টাকা ও আদায়ের হার ৫০%।

৩। আশ্রয়ন কার্যক্রম: সমাজের ভূমিহীন, ছিন্নমূল জনগোষ্ঠীর বাসস্থান নিশ্চিতকরণসহ আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ০১টি আশ্রয়ন প্রকল্পে ২০জন মুক্তিযোদ্ধা পরিবারকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা ঋণ প্রদান করা হয়েছে। যা মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আশ্রয়নের গরিব মুক্তিযোদ্ধা পরিবার উপকৃত হয়েছে। মোট আদায় ৫৯,৫০০/-টাকা ও আদায়ের হার ৫৫% এবং পুনঃবিনিয়োগ ৪১,০০০/-টাকা; মোট আদায় ৩৪,৪৮০/- টাকা ও আদায়ের হার ৭৮%।

এক নজরে উপজেলা সমাজসেবা কার্যালয়,বোচাগঞ্জ, দিনাজপুর-এর আরএসএস, দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন ও ১ টি আশ্রয়ণ প্রকল্পের শুরু হতে  তথ্যাদিঃ

তহবিলের উৎস     

প্রাপ্ত তহবিল

বিনিয়োগকৃত তহবিল

আদায়যোগ্য অর্থের পরিমান

আদায়কৃত অর্থের পরিমান

অনাদায়ী অর্থের পরিমান

আদায়ের

হার

সুবিধা ভোগীর সংখ্যা

আরএসএস ১ম-৬ষ্ঠপর্ব

২১৭৫৮০৯/-

২১৭৫৮০৯/-

২৩৯৯৬৩২/-

১৯৪২৬৪২/-

৪৫৬৯৯০/-

৮১%    

১০৩১ জন

বিশেষ তহবিল

৫০০০০০/-

৫০০০০০/-

৫৫০০০০/-

৪৫৬৯৫৩/-

৯৩০৪৭/-

৮৩%

২৯৬ জন

ইউনিসেফ

৬০০০০০/-

৬০০০০০/-

৬৬৪০০০/-

৬৫৬৯৫৫/-

৮০৪৫/-

৯৯%    

৬০০ জন

রাজস্ব    

৭১৬৪৮/-

৫৩৮৫২/-

 

সামাজিক খাতে ১৭৭৯৬/- টাকা ব্যয়

৫৯২৩৭/-

৫৯২৩৭/-

১০০%

৬৯ জন

 

মোট:

৩৩৪৭৪৫৭

৩৩২৯৬৬১/-

৩৬৭২৮৬৯/-

৩১৮৪১৪৯/-

৪৮৮৭৬০

৮৬%

১৯৯৬ জন

আরএসএস/১২

৫২০০০০০/-

৫২০০০০০/-

৩১৯০০০০/-

২৬১০৯০৫/-

৫৭৯০৯৫/-

৮১%    

৪৫১ জন

সর্বমোট  

৮৫৪৭৪৫৭/-

৮৫২৯৬৬১/-

 

 

 

 

 

পুনঃ বিনিয়োগকৃত তহবিল

আদায়যোগ্য অর্থের পরিমান

আদায়কৃত অর্থের পরিমান

অনাদায়ী অর্থের পরিমান

আদায়ের হার

 

 

১৩২২০৭৮১/-

১৪২৬৭৮৫৯/-

১২০৮৪৩০৩/-

২১৮৪৫৫৭/-

৮৫%

 

তহবিলের উৎস     

প্রাপ্ত তহবিল

বিনিয়োগকৃত তহবিল

আদায়যোগ্য অর্থের পরিমান

আদায়কৃত অর্থের পরিমান

অনাদায়ী অর্থের পরিমান

আদায়ের

হার

সুবিধা ভোগীর সংখ্যা

পল্লী মাতৃকেন্দ্র

৯০০০০০/-

৯০০০০০/-

২২০০০/-

২২০০০/-

-

১০০%

৫৮ জন

তহবিলের উৎস     

প্রাপ্ত তহবিল

বিনিয়োগকৃত তহবিল

আদায়যোগ্য অর্থের পরিমান

আদায়কৃত অর্থের পরিমান

অনাদায়ী অর্থের পরিমান

আদায়ের

হার

সুবিধা ভোগীর সংখ্যা

দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন

১৬৩৪৩৩৭/-

১৬২৭৮৩৭/-

১২০৪৯৮০/

৫৮৪৫৭৭/-

৬১৯৩৫৩/-

৪৮%    

২৭০ জন

 

পুনঃ বিনিয়োগকৃত তহবিল

আদায়যোগ্য অর্থের পরিমান

আদায়কৃত অর্থের পরিমান

অনাদায়ী অর্থের পরিমান

আদায়ের হার

 

 

৭৩৫০০০/-

৭৩৯২০০/-

৩৭৩১৭০/-

৩৬৬০৩০/-

৫০%

 

তহবিলের উৎস     

প্রাপ্ত তহবিল

বিনিয়োগকৃত তহবিল

আদায়যোগ্য অর্থের পরিমান

আদায়কৃত অর্থের পরিমান

অনাদায়ী অর্থের পরিমান

আদায়ের

হার

সুবিধা ভোগীর সংখ্যা

আশ্রয়ন প্রকল্প

১০০০০০/-

১০০০০০/-

১০৮০০০/-

৫৯৫০০/-

৪৮৫০০/-

৫৫%

২০ জন

পুনঃ বিনিয়োগকৃত তহবিল

আদায়যোগ্য অর্থের পরিমান

আদায়কৃত অর্থের পরিমান

অনাদায়ী অর্থের পরিমান

আদায়ের হার

 

 

৪১০০০/-

৪৪২৮০/-

৩৪৪৮০/-

৯৮০০/

৭৮%