Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা সমাজসেবা কার্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুরের ২য় প্রজন্মের সিটিজেন চার্টার

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজসেবা অফিদফতর

উপজেলা সমাজসেবা কার্যালয়

বোচাগঞ্জ, দিনাজপুর।

  •  

সিটিজেন চার্টার

. ভিশন মিশন

১.১. ভিশন:

সামাজিক কল্যাণে, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধমে বোচাগঞ্জ উপজেলার জনগণের জবিনমান উন্নয়ন।

১.২. মিশন:

উপর্যুক্ত ও আয়ত্বধীন সম্পদের ব্যবহার করে প্রাসঙ্গিক অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে বোচাগঞ্জ উপজেলার জনগণের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মঙ্গল সাধন।

. সেবা প্রদান প্রতিশ্রুতি

২.১) নাগরিক সেবা 

ক্রম

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবংপরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(নাম, পদবি, ফোন নম্বর ইমেইল)

()

()

()

()

()

()

()

১.

পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন, আশ্রয়ন প্রকল্পের সুদমুক্ত ক্ষুদ্রঋণ

জনগণের আবেদনপত্রের প্রেক্ষিতে উপজেলা বাস্তাবায়ন কমিটির অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়।

উপজেলা কার্যালয় বা  সরাসরি অনলাইন হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

নাম: জনাব মো: পিয়ারুল ইসলাম

উপজেলা সমাজসো অফিসার

ফোন নং ০২৫৮৯৯২৮৮৭৪

B-‡gBjt usso.bochaganj@dss.gov.bd

২.

বয়স্কভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধীভাতা, প্রতিবন্ধী উপবৃত্তি, সমাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন

ইউনিয়ন/পৌর কমিটির মাধ্যমে আবেদনসমূহ উপজেলা বাস্তাবায়ন কমিটির অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান

উপজেলা কার্যালয় বা  সরাসরি অনলাইন হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

 
 

চলমান-২

 

-২-

৩.

প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রমের জরীপ ও পরিচয়পত্র প্রদান

সরাসরি আবেদন ও ডাক্তার কর্তৃক শনাক্তকরণ সাপেক্ষে সেবা প্রদান করা হয়।

উপজেলা কার্যালয় বা  সরাসরি অনলাইন হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

 

৪.

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা প্রদান

জনগণের আবেদনপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়।

উপজেলা কার্যালয় বা  সরাসরি অনলাইন হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

 

৫.

হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, উপবৃত্তি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জনগণের আবেদনপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়।

উপজেলা কার্যালয় বা  সরাসরি অনলাইন হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

 

৬.

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এবং প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস কার্যক্রমের বাস্তবায়ন

দরিদ্র জনগণ  হাসপাতালে ভর্তিকৃত রোগীদের আবেদনের প্রেক্ষিতে ডাক্তার কর্তৃক অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়।

উপজেলা কার্যালয় বা  হাসপাতাল হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

 

৭.

প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস কার্যক্রমের বাস্তবায়ন

আইনে দোষীপ্রাপ্ত শিশুদের  পুনর্বাসনে সেবা প্রদান করা হয়।

উপজেলা কার্যালয় বা আদালত হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

 

৮.

বেসরকারি এতিমখানা, এতিম ও প্রতিবন্ধীদের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত 

অধিদফতর থেকে প্রাপ্ত বরাদ্দ ও বিল দাখিলের প্রেক্ষিতে সেবা প্রদান করা হয়।

উপজেলা কার্যালয় বা ট্রেজারী হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্ম    দিবস

 

৯.

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম

অধিদফতর থেকে প্রাপ্ত  আবেদনের  প্রক্ষিতে উপজেলা কমিটির মাধ্যমে অনুমোদন ।

উপজেলা কার্যালয় বা  সরাসরি অনলাইন হতে

বিনামূল্যে

৭ থেকে ১০ কর্মদিবস

নাম: জনাব মো: পিয়ারুল ইসলাম

উপজেলা সমাজসো অফিসার

ফোন নং ০২৫৮৯৯২৮৮৭৪

 

B-‡gBjt usso.bochaganj@dss.gov.bd

                 
 

 

 

 

 

 

 

*সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি কার্য সম্পাদনের সঙ্গে জড়িত দেশি/বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রদত্ত সেবা (যেমন: প্রকল্পের অর্থ ছাড়)

.) অভ্যন্তরীণ সেবা

ক্রম

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্রএবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবংপরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(নাম, পদবি, ফোন নম্বর ইমেইল)

()

()

()

()

()

()

()

১.

এ কার্যালয়ের কর্মচারীদের পিআরএল/পেনশন

নির্ধারিত ফরমে আবেদনের প্রেক্ষিতে উপপরিচালক বরাবরে সেবা প্রদান করা হয়।

চেকলিস্ট (লিংকে থাকবে) অনুযায়ী কাগজপত্র

বিনামূল্যে

৭ দিন

নাম: জনাব মো: পিয়ারুল ইসলাম

উপজেলা সমাজসো অফিসার

ফোন নং ০২৫৮৯৯২৮৮৭৪

B-‡gBjt usso.bochaganj@dss.gov.bd

২.

এ কার্যালয়ের কর্মচারীদের  ছুটি

আবেদনের প্রেক্ষিতে ছুটির প্রাপ্যতা সাপেক্ষে ছুটি প্রদান করা হয়।

ছুটির আবেদন ও প্রযোজ্য ক্ষেত্রে ছুটি প্রাপ্যতার প্রত্যয়ন

বিনামূল্যে

১-৫ দিন

 

৩.

এ কার্যালয়ের  কর্মকর্তা/ কর্মচারীবৃন্দের প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সভায় অংশগ্রহণের অনুমতি/মনোনয়ন প্রদান

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মনোনয়ন প্রদান করা হয়

সময় সময় প্রয়োজন অনুযায়ী মনোনীত

বিনামূল্যে

৭ দিন

 

৪.

এ কার্যালয়ের  বিভিন্ন আনুষাঙ্গিক মালামল সরবরাহ ও সেবা

চাহিদাপত্র অনুযায়ী মালামাল ও সেবা সরবরাহ করা হয়

--

বিনামূল্যে

১ দিন

 

৭.

এ কার্যালয়ের সিটিজেন চার্টার প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত সেবা

সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন না হলে বা সেবা নির্ধারিত সময়ে না পাওয়া গেলে গ্রিভেন্স রিড্রেস সিস্টেমের মাধ্যমে বা সাদা কাগজে উপপরিচালক বরাবর আবেদন জনাতে হবে।

আবেদনপত্র বা অনলাইনে গ্রিভেন্স রিড্রেস সিস্টেমের মাধ্যমে

বিনামূলে

২ দিন

নাম: জনাব মো: পিয়ারুল ইসলাম

উপজেলা সমাজসো অফিসার

ফোন নং ০২৫৮৯৯২৮৮৭৪

B-‡gBjt usso.bochaganj@dss.gov.bd

 

 

 

) আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রম

প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

১)

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান

২)

সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা

৩)

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

 

 

 ) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

 

ক্রমিক

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

জেলা সমাজসেবা কার্যালয়,দিনাজপুর

নাম: মো: আবু বক্কর সিদ্দীক

পদবি: উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর

ফোন নং ০৫৩১-৬৫১৯৬

ইমেইল: dd.dinajpur@dss.gov

তিন মাস

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে

 বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর আপিল কর্মকর্তা

নাম:জনাব মো: আব্দুল মোতালেব সরকার

পদবি: পরিচালক(উপসচিব)

ফোন নং ০৫২১-৫৬৯৮৩

ইমেইল: dss.rangpurdiv.gov.bd

ওয়েব: www.dss.gov.bd

এক মাস